Archive for April 2011

PROBLEM+SOLVED

Saturday 30 April 2011
Posted by Unknown
PROBLEM+SOLVED



বাংলা বানান ঠিক করে দেবে ফায়ারফক্স:

ইন্টারনেটে ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্সে একটি বাংলা অভিধান রয়েছে। সেটি সক্রিয় করে বাংলা লিখলে লেখার সময় বানানে ভুল হলে সতর্ক করা হয়। ভুল বানানটির নিচে লাল দাগ পড়ে। এই সুবিধা পেতে হলে প্রথমে https://addons.mozilla.org/en-US/firefox/ addon/bengali-bangladesh-dictionary ঠিকানার ওয়েবসাইটে গিয়ে Add to Firefox- ক্লিক করতে হবে।
নতুন উইন্ডো এলে Install now- ক্লিক করুন। একটি ফাইল স্বয়ংক্রিয়ভাবেই ফায়ারফক্সে যুক্ত হবে। এরপর Restart Firefox- ক্লিক করুন। এটি বন্ধ হয়ে আবার খুলবে। এখন ফায়ারফক্স দিয়ে কোনো কিছু যেমন ওয়েবসাইট, ব্লগ, মেইল প্রভৃতি খুলে লেখার স্থানে কোনো কিছু বাংলায় লিখে মাউসের ডান বাটনে ক্লিক করে Language থেকে Bangla(Bangladesh) নির্বাচন করুন। এরপর কোনো কিছু লিখলে দেখবেন, ভুল বানানের নিচে লাল কালির দাগ পড়েছে

ফেসবুকের ব্যাকআপ রাখুন:

আজকাল প্রায়ই -মেইল আইডি, ফেসবুক অ্যাকাউন্ট বেদখল (হ্যাকড) হওয়া কথা শোনা যায়। হয়তো অনেক দিন ধরে ফেসবুক ব্যবহার করেন। ফেসবুকে আপনার দরকারি ছবি, তথ্য এবং অনেক বন্ধু আছে। কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাকড হয়ে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন সবকিছুই হারিয়ে যাবে।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে বা নষ্ট হলেও যাতে সব তথ্য আগের মতো থাকে সে ব্যবস্থাও আছে। এজন্য সব তথ্যের ব্যাকআপ ফেসবুকে রাখতে পারেন। ফেসবুকে ঢুকে (লগ-ইন) করে ওপরে ডান পাশের Account থেকে Account Settings- ক্লিক করুন। এখন সবার নিচে Download Your Information-এর ডান পাশের learn more- ক্লিক করুন। নতুন পৃষ্ঠা এলে Download- ক্লিক করুন। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের একটি ব্যাকআপ প্রোফাইল তৈরি হতে থাকবে। ব্যাকআপ প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনার -মেইল ঠিকানায় একটি মেইল যাবে। তারপর আবার Account থেকে Account Settings- ক্লিক করে Download Your Information-এর ডান পাশের learn more- ক্লিক করুন। Verify Password- Password দিয়ে Continue-তে ক্লিক করুন। এখন Download Now- ক্লিক করলে ফেসবুকের ব্যাকআপ প্রোফাইলটি ডাউনলোড হয়ে যাবে। Download Now-এর নিচে আপনার ফেসবুকের ব্যাকআপ প্রোফাইলটি কত মেমোরির সেটিও দেখা যাবে। ডাউনলোড সম্পন্ন হওয়ার পর জিপ ফাইলটি আনজিপ করুন। এখন index ফাইলটি খুললে আপনি আপনার ফেসবুকের পুরো প্রোফাইল দেখতে পারবেন

নিজেই তৈরি করুন ক্রিকেট চ্যানেল !

বিশ্বকাপের উত্তেজনা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। অনলাইনে অর্থাৎ ওয়েবে ক্রিকেট খেলা দেখার জন্য নিজেই তৈরি করতে পারেন একটি ক্রিকেট চ্যানেল। আর চ্যানেল তৈরি করার কাজটি বিনা মূল্যে করার সুযোগ দিচ্ছে mips tv ক্রিকেট চ্যানেল তৈরি করার জন্য প্রথমে http://www.mips.tv ঠিকানায় গিয়ে ইউজার নেম, পাসওয়ার্ড, দেশের নাম, -মেইল আইডি দিয়ে বিনা মূল্যে রেজিস্ট্রেশন (Sign up) করুন। এখন Name your Channel- কোনো নাম দিন। Channel Category-তে Cricket নির্বাচন করুন। Describe your Channel- কোনো কিছু লিখুন। Channel Logo-তে কোনো কিছু না দিলেও চলবে। তারপর Create Channel- ক্লিক করুন। নতুন পেইজ এলে মেগাবাইটের Download Flash Media Live Encoder 3.0 সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন (ইনস্টল করার পর Read Me ফাইল থেকে দেখে নিন আপনার কম্পিউটারের কনফিগারেশন ঠিক আছে কি না) ইনস্টল করা হয়ে গেলে সফ্টওয়্যারটি ওপেন করে In FMS URL field- rtmp://mipscdn.tv/live লিখুন এবং In the Stream field- যে লিংকটি দেওয়া আছে সেটি লিখে Start- ক্লিক করুন।
তারপরও বুঝতে কোনো সমস্যা হলে mips টিভি সাইটের নিচে Help থেকে How to broadcast- গিয়ে দেখে নিন কীভাবে কনফিগার করার কথা বলা হয়েছে। এবং ক্রিকেট চ্যানেল তৈরি করার আগে mips টিভি সাইটের Help থেকে FAQs গিয়ে নিয়মকানুনগুলো দেখে নেবেন। এভাবে যেকোনো খেলার চ্যানেল বা অন্য কোনো চ্যানেলও তৈরি করতে পারবেন। mips tv থেকে broadcast করা সরাসরি (live) ক্রিকেট খেলা দেখার জন্য http://arcomputertips.blogspot.com ঠিকানায় গিয়ে ডান পাশের Live Cricket Match- ক্লিক করুন বা সরাসরি http://arcomputertips.blogspot.com/2011/01/live-cricket-match.html ঠিকানায় যান

পেনড্রাইভ ফরম্যাট হচ্ছে না?

কম্পিউটারে ভাইরাস আক্রমণ করলে অনেক সময় সেই কম্পিউটার থেকে পেনড্রাইভ ফরম্যাট করা যায় না তখন পেনড্রাইভ ফরম্যাট করতে চাইলে Start থেকে Control Panel- গিয়ে Administrative tools- দুটি ক্লিক করুন
তারপর Computer Management- দুটি ক্লিক এখন বাঁ পাশ থেকে Disk Management- ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভসহ সবগুলো ড্রাইভের তালিকা আসবে
এবার পেনড্রাইভের ওপর মাউস রেখে ডান ক্লিক করে ফরম্যাট করলে পেনড্রাইভ ফরম্যাট হবে

Thanks.

Welcome to My Blog

Popular Post

Followers

Powered by Blogger.

(CLICK HEAR TO AND EARN MONEY WITH ME)

- Copyright © all free download -Robotic Notes- Powered by Blogger - Designed by Johanes Djogan -